জীবননগরে ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী সফল অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা নারায়ণগঞ্জগামী মামুন পরিবহন থেকে এই ফেন্সিডিলের চালান আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো আল মামুন (২৪)। সে পাশ্ববর্তী মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের (নিমদাপাড়া) মোঃ রুস্তম আলীর ছেলে। এ সময় একই গ্রামের শাজাহান আলীর ছেলে আলী আজম (২৩) নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে, থানার সেকেণ্ড অফিসার এসআই বাবুল ইসলাম, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরশহরের জীবননগর বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকা নারায়ণগঞ্জগামী মামুন পরিবহনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ আসামি আল মামুনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, জীবননগর থানাধীন এলাকাসমূহ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host