পিরোজপুরে নতুন আরও ৩৪ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা জুড়ে নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবং করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫১৫ জন। শনিবার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আসা ১০৫ টি রিপোর্টে মধ্যে ৩৪ জন নতুন পজেটিভ পাওয়া যায় । নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে ১৭ জন, ভান্ডারিযা উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়া উপজেলায় ৮ জন। জেলায় এ পর্যন্ত ৫১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১২৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৮২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৫৩ জন, কাউখালী উপজেলায় ৪৬ জন, নেছারাবাদ উপজেলায় ৫৪ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় রয়েছেন ৩৪ জন।

এছাড়া, এ পর্যন্ত মোট স্যাম্পল সংগ্রহের সংখ্যা ৩১৭৮ টি। এর মধ্যে নেগেটিভ শনাক্ত হয়েছে ২১২৫, আর পেন্ডিং রয়েছে ৫৬৯ জনের। এছাড়া মারা গেছেন ৮ জন। আর পজিটিভ থেকে সুস্থ’ হয়েছেন ২৩৫ জন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host