মঠবাড়িয়ায় আইসিটি ইন এডুকেশন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৩ | ১২:০৪ পূর্বাহ্ণ

জুলফিকার আমীন সোহেল :

পিরোজপুরের মঠবাড়িয়া আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক ১০ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৪ আগস্ট‘২৩ সোমবার সকালে শহরের খাল মহল লতীফ ইনস্টিটিউশন (কেএম লতীফ) অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম।

এসময় উপস্তিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অলি আহাদ, কেএম লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, উপজেলা আইসিটি সহকারি প্রোগ্রাম অফিসার মোঃ রফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজড করার লক্ষে সারা দেশের ন্যায় মঠবাড়িয়া উপজেলায় ১০ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৬ শিক্ষক জন শিক্ষক ১০ দিন করে ৩ টি গ্রæপে অংশ গ্রহণ করবেন। ৬ জন প্রশিক্ষণ ৩ টি গ্রæপে প্রশিক্ষণ দিবেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) মঠবাড়িয়া উপজেলায় ১০ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু করেছে। এই আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও ডিজিটালাইজড হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host