কাউখালীতে পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২৩ | ৫:৩৫ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের কাউখালীতে পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে- কাউখালী সদরের সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন পল্লী চিকিৎসক দীপেন্দ্রনাথ দিপেন রেজিস্ট্রেশন না থাকায় নামের আগে ডাক্তার লেখার অপরাধে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।

এসময় সাথে ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন।

উল্লেখ্য- পল্লী চিকিৎসকরা কখনো নামের সামনে ডাক্তার লিখতে পারবে না। রেজিস্ট্রেশন না থাকলে ডাক্তার লেখা যাবে না।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host