ইন্দুরকানীতে কুঠারের আঘাতে আহত ছোট ভাই, বড় ভাই গ্রেপ্তার

প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২৩ | ৬:৫৯ অপরাহ্ণ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ::: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার কবরস্থানের গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের কুঠারের আঘাতে ছোট ভাই খলিলুর রহমান আহত হয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে ভাশুর আবদুর রশিদ শেখকে আসামি করে থানায় মামলা করেন। পরে আবদুর রশিদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার কচা নদীর তীরবর্তী খোলপটুয়া গ্রমে আবদুর রশিদ শেখ বাবার কবরস্থানের গাছ কাটতে যান। এতে তার ছোট ভাই বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে রশিদ শেখ হাতে থাকা কুঠার দিয়ে ছোট ভাই খলিলকে আঘাত করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. আল মামুন জানান, গাছ কাটা নিয়ে বিরোধে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় রশিদ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host