কাউখালীতে মাছে রং মেশানোর অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ: আগস্ট ২১, ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে সামুদ্রিক মাছে মানব দেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে মাছের বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান এই জরিমানার আদেশ দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, কাউখালী উপজেলার মো. নুরুল ইসলাম ও ইয়াকুব

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিণ বাজারে সোমবার সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙ্গিন করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় দুই ব্যবসায়ীকে সামুদ্রিক মাছে ক্ষতিকর রাসায়নিক রং মেশানো মাছ বিক্রি করতে দেখতে পায় আদালত। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই অপরাধে কাউখালী উপজেলার মাছ ব্যবসায়ী নুরুল ইসলামকে ১০ হাজার টাকা ও বাগেরহাটের কচুয়া উপজেলার ইয়াকুবকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host