মঠবাড়িয়ায় ৬টি জটিল রোগের চিকিৎসা নেয়ার জন্য সমাজসেবা অধিদপ্তরের বাছাই

প্রকাশের তারিখ: আগস্ট ২৪, ২০২৩ | ৭:০২ অপরাহ্ণ

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি : গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ২‘শ জটিল রোগীকে ৫০ হাজার করে চিকিৎসার্থে অর্থ সহায়তা দিচ্ছেন সরকার। ২‘শ রোগীর অনুকূলে আবেদন করেছেন ৩ শতাধিক লোক।

প্রকৃত রোগীদের যাচাই করতে ২৪ আগস্ট‘২৩ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উন্মূক্ত যাচাই বোর্ডের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আইয়ূম এর সভাপতিত্বে এ যাচাই কার্যক্রমে আরও উপস্তিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা ইষতিয়ার হোসেন, মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম,  প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। তিনি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছেন। ধেশে মানুষকে তিনি বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। স্বাস্থ্যখাতে ভর্তুকি হিসেবে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনী, জন্মগত হৃদরোগ, থ্যালাসীমা ও স্টোক প্যারালাইসিস রোগীদের ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর মনেনীত প্রার্থীকে ভোট দিয়ে পূণঃরায় তাঁকে প্রধানমন্ত্রী বানানোর আহŸবান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host