বরিশাল কাউনিয়ায় ট্রাকচাপায় ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু !

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

বরিশাল বাণী: বরিশাল নগরের পশ্চিম কাউনিয়ায় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস (৫৯) ও হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান,
রাতের আধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে ও একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস-হাবিবসহ শ্রমিকরা।
ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। ট্রাকটিকে তার চালক পেছনে নিয়েছিলেন না কি নিজ থেকে পেছনে চলে যায় সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। তবে খুব ভয়ানকভাবে ট্রাকের পেছনের চাকার নিচে দুই শ্রমিক চাপা পড়ে।
এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host