স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র এবং একটি নিয়মিত সেনাবাহিনী গঠনই একমাত্র সমাধান

প্রকাশের তারিখ: অক্টোবর ১৩, ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

হামাসের ওপর মাত্র ৫৮ ভাগ গাজাবাসীর সমর্থন রয়েছে৷ অন্যদিকে হামাসের সদস্য সংখ্যা বড়জোর ৩০ হাজার৷ অথচ গাজায় ২৩ লাখ ফিলিস্তিনির ওপর বর্বরতা চলছে৷ অবস্থা এমন দাড়িয়েছে যে, এই বর্বরতা নিয়ে সোস্যাল মিডিয়ায় লেখা যাচ্ছেনা৷ এক্স বা সাবেক টুইটার থেকে ফিলিস্তিনিদের ওপর বর্বরতার সকল ভিডিও সরিয়ে ফেলা হয়েছে৷ ফেসবুকে ইসরায়েল বা ইহুদী সম্পর্কে কিছু লিখলে কমিউনিটি রুল ভঙ্গের নোটিশ দেয়া হচ্ছে৷

যা বলছিলাম, গাজায় বিদ্যুৎ পানি বন্ধ করে দেয়া হয়েছে৷ হাসপাতালে চিকিৎসা বন্ধ হওয়ার পথে৷ এই অাধুনিক যুগে কোন নিয়মিত সেনাবাহিনী বিশ্বের চোখের সামনে বোমা মেরে নিরাপরাধ বৃদ্ধ-নারী-শিশুদের হত্যা করছে৷ মানবাধিকার নিয়ে কেউ কথা বলছেনা৷ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো নিজের স্বার্থের দিকে লক্ষ্য রেখে কথা বলছে৷ কারো কাছ থেকে কড়া কোন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছেনা৷ একসময় ফিলিস্তিন ইস্যুতে দেশে বড় ধরণের প্রতিবাদ হতো৷ এখন তা দেখা যায়না৷ অামাদের দেশের তরুন প্রজন্মের বড় একটা অংশ এখন মোয়ি মোয়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে৷ এদের ফিলিস্তিন নিয়ে ভাবার সময় কোথায়!

কোথাও মিলিট্যান্ট যোদ্ধাদের হামলার বিপরীতে প্রতিশোধপরায়ণ হয়ে সাধারণ মানুষের ওপর হামলা চরম বর্বরতা৷ রাষ্ট্র না থাকলে মিলিট্যান্ট জন্ম হবেই৷ প্যালেস্টাইন নামের একটি স্বাধীন রাষ্ট্র এবং একটি নিয়মিত সেনাবাহিনী গঠন করাই এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে৷

দ্রুত স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র চাই৷

লেখক:
কাজী সায়েমুজ্জামান
লেখক ও গবেষক

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host