উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশের তারিখ: অক্টোবর ১৭, ২০২৩ | ৭:১৭ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলায় পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর সোমবার সন্ধা ৭ টায় উজিরপুর মডেল থানার নবাগত ওসি মোঃ জাফর আহমেদ এর দপ্তরে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যের উপস্থিতিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তওহীদুজ্জামান সোহাগ, এস আই মোঃ খাইরুল,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, ১নং নির্বাহী সদস্য, দৈনিক সংবাদ,নিপীড়িতের কন্ঠস্বর এর কল্যান কুমার,সহ সভাপতি ও দৈনিক সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া,
বরিশাল ক্রাইম নিউজের প্রতিনিধি মোঃ চঞ্চল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্না, প্রচার সম্পাদক ও দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব চন্দ্র মন্ডল, সাহিত্যও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি কমল বাড়ৈ পুলক, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের বার্তা,আজকের বরিশাল প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য জাহিদুল ইসলাম মিঠু মোল্লা দৈনিক বিজয় নিউজ, আলমগীর লস্কর দৈনিক বরিশাল অঞ্চল ও মোঃ রাকিব হাসান শান্ত।

সভায় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে হবে। মাদক পরিবার, সমাজ ও দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। সাংবাদিকরা সমাজের অনেক অসংগতি তুলে ধরেন যেগুলো আমরা সবাই মিলে সমাজ থেকে দূর করতে পারি। এ উপজেলার মানুষের সহযোগিতা পাবো এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে। সেবাই পুলিশের ধর্ম থানার দরজা সবার জন্য খোলা থাকবে। সকলের সহযোগিতায় আমরা উজিরপুরকে একটি সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত আধুনিক উজিরপুর গড়তে চাই,
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host