পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমন ।। 

প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ

আসাদুজ্জামান রিপন (অতিথি প্রতিবেদক) ।।

ঘন কুয়াশায় ঢেকে যাবে প্রকৃতি। ঘর থেকে বাইরে বের হলে গা শিউরে ওঠবে । কারণ আসছে শীত । ভোরের শিশির সূর্যের আলোতে মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিবে, আসছে শীত। কুয়াশামাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে-মুখে আনন্দের রেশ ।

মাকড়সার জালে আটকা শিশিরমাখা ভোরের একরাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি মানুষকে কাছে টানবে। উৎসব আর আনন্দের মাঝে নিমগ্ন খেটে খাওয়া মানুষ। এমন সময় প্রকৃতি দূর করে শীত এনে দেবি শত কষ্টের গ্লানি। শীত কারো হবে ভালো লাগার আর কারো কাছে কষ্টের।

ভোরবেলা মাঠে ময়দানে ঘুরে দেখা যায়, বাঁশঝাড় বা গাছের আড়াল থেকে ভোরের সূর্য হালকা লালচে রঙে দিচ্ছে ঝিলিক। কুয়াশার প্রতিটি মাকড়সার জালে আটকা পরে সূর্যের কিরণে মুক্তা মালার মতো জ্বলে। গ্রীষ্ম আর শীতের মধ্যে হেমন্ত যেন অপরূপ এক সেতুবন্ধন। কার্তিকের মাঝামাঝি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতল হাওয়া আর বিকেলে ঝরতে থাকা ধুসর কুয়াশা। 

মাঠে-প্রান্তরে ভোরবেলা শিশিরমাখা ধানের ডগা জানান দিচ্ছে ফসলের সম্ভাবনার বার্তা। ব্যস্ততম শহরের প্রাণকেন্দ্র। রফিক ভাইয়ের শীতের ভাপা পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা । শীত বাড়ার সাথে সাথে পিঠা প্রেমীদের ভিড় জমে সদর রোডের রূপালী ব্যাংকের সম্মুখে রফিক ভাইয়ের সুস্বাদু পিঠার দোকানে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host