বাউফলে করোনায় আক্রান্ত হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২০ | ৭:৫৪ অপরাহ্ণ

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে নিতাই চন্দ্র পাল (৫৮) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের ১নং ওয়ার্ডের অর্জুন পালের ছেলে। এনিয়ে বাউফলে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ জন মারা গেছেন।
জানা গেছে, ঢাকার তাঁতীবাজারে একটি খাবার হোটেলের ব্যবসা ছিল নিতাই পালের। গত এক সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ি চলে আসেন। এরপর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৭ জুলাই তার করোনা পজেটিভ আসলে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। বুধবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য বিধি অনুসরন করে মৃত ব্যাক্তির অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host