গৌরনদীতে যুবতীকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভাড়াটিয়া বাসায় এক যুবতিকে (২৭) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার মা। পুলিশ অভিযুক্ত জুয়েল কাজীকে (৩৬) বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার স্বরুপকাঠী থানা এলাকা থেকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের এক যুবতি গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের কিরু কাজীর বখাটে পুত্র জুয়েল কাজী (৩৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় বসে একাধিক বার ওই যুবতিকে ধর্ষণ করে। পরবর্তীকে যুবতি বিয়ের কথা বললে জুয়েল বিবাহ করতে অপরগতা প্রকাশ করে। এ ঘটনায় ধর্ষিতার মা গত ৮ মার্চ গৌরনদী মডেল থানায় জুয়েল কাজীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর আসামি জুয়েল আত্মগোপন করে। পরবর্তীতে মোবাইল ট্র্যাকের মাধ্যমে বৃহস্পতিবার রাতে স্বরুপকাঠী থানা পুলিশের সহযোগীতায় স্বরুপকাঠী বাজার এলাকা থেকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host