গৌরনদীতে অলৌকিক ভেবে চাম্বল গাছ থেকে ঝরা মিষ্টি রস পান করছে দর্শনার্থীরা

প্রকাশের তারিখ: নভেম্বর ১৫, ২০২৩ | ৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদীতে চাম্বল গাছ থেকে অনবরত মিষ্টি রস ঝরে পরায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাম্বল গাছ থেকে রস বের হওয়াকে অনেকে অলৌকিক বলে ওই রস পান শুরু করেছে গাছ দেখতে আশা দর্শনার্থীরা। উপজেলার পূর্ব বেজহার গ্রামের এ ঘটনা ঘটে।

ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রহ্লাদ বেপারী জানান, একই বাড়ির প্রদীপ বেপারির একটি চাম্বল গাছ থেকে গত শনিবার সকাল থেকে রস বের হওয়া শুরু করে। এরপর গাছ জুরে মৌমাছি, প্রজাপতি ও মাছি উড়তে শুরু করে। পরে গাছ থেকে রস বের হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। বিষয়টি মূহুর্তে এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে আশপাশের গ্রামের বাসিন্দারা সকাল থেকে বিকেল পর্যন্ত গাছটি দেখতে ভীড় করছেন। কেউ কেউ আবার এটাকে অলৌকিক ভেবে মনের বাসনা পূরনের আশায় চাম্বল গাছের রস পান শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, এক ধরনের পোকার আক্রমনের কারনে এরকম ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি না দেখে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host