বাউফলে অভিনব কায়দায় আড়াই লাখ টাকার স্বর্ণলংকার ছিনতাই

প্রকাশের তারিখ: নভেম্বর ১৫, ২০২৩ | ৫:৩৬ অপরাহ্ণ

কামরুল হাসান, জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে পারভীন বেগম (৩২) নামের এক গৃহবধূর কাছ থেকে অভিনব কায়দায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে হুজুর বেসে দুই যুবক। আজ মঙ্গলবার (১৪ নভোম্বর) সকালে নাজিরপুর ছাদের হাওলাদারের বাড়ির সামনে কালভাটের কাছে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, গৃহবধূ পারভীন বেগম সকাল সাড়ে ৯টার দিকে তার পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাংলাবাজার বাসা থেকে বাবার বাড়ি নাজিরপুর রওনা দেন। সকাল ১০টার দিকে ছাদের হাওলাদারের বাড়ির সামনে কালভাটের উপরে পৌঁছালে পাঞ্জামী ও লুঙ্গি পরা মাথায় টুপি আছে ২০-২২ বছর বয়সের দুইজন হুজুর বেসে যুবকের একজন ওই গৃহবধূর সামনে এসে ছালাম দেন। এর পর অপর যুবক এসে ওই গৃহবধূকে বলেন আপনি যে ছালামের উত্তর দিলেন না? তখন ওই গৃহবধূ বলেন, ছালামের উত্তর কি শুনিয়ে দিতে হবে। এরপর তার সামনে বসে ওই দুই হুজুর কয়েকটি সুরা তেলওয়াত করেন। এরপর তাকে জিজ্ঞেস করেন আপনার সাথে কি সোনাদানা আছে? ওই গৃহবধূ উত্তর দেয় তার বাসায় আছে। এরপর বাসা থেকে তাকে সোনা এনে দেয়ার জন্য বলে। তাদের কথামত তিনি বাসায় গিয়ে কানের দুল, চেইন ও কয়েকটি রিংসহ মোট আড়াই লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণলংকার নিধিদ্বায় তাদের হাতে তুলে দেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে আসার পর দেখেন দুই হুজুর নেই। এরপর তিনি বাবার বাড়ি গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন,‘বিষয়টি আমি জানিনা। ওই গৃহবধূ কোন প্রতারক চক্রের কবলে পড়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host