নির্বাচনে না গিয়েও আচরণবিধি ভঙ্গ করলো চার জামায়াত কর্মী

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩, ২০২৩ | ৯:৩২ পূর্বাহ্ণ

সঞ্জিব দাস,গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গোপনে বৈঠক করার সময় জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের আব্দুস সালাম (৬৭) গলাচিপা উপজেলার জংলা গ্রামের ইসা মিয়া (৪০), একই উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামের নাজিম উদ্দিন এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঢেউয়ের তলা গ্রামের বিল্লাল তালুকদার (৩২)।আটকদের কারাদণ্ড দেন নির্বাচন পর্যাবেক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, কিছু লোক গোপন বৈঠকে একত্রিত হচ্ছিলো। ওই সময় থানা পুলিশ চার জনকে হাতেনাতে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) চার জনকে বেআইনি সমাবেশের দায়ে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। আলামত ও স্বীকারোক্তি থেকে জানা যায় অভিযুক্তরা জামায়াতের নেতাকর্মী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host