উজিরপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় প্রবাসী নিহত

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩, ২০২৩ | ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :::: বরিশাল জেলার উজিরপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কায় মোঃ আলতাফ মুন্সী (৫৫) নামের এক প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আলতাফ মুন্সী শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির ছেলে।

জানা গেছে- রবিবার সন্ধ্যা ৬ টার দিকে শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে যাচ্ছিলেন আলতাফ মুন্সী। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়।

নিহত আলতাফ মুন্সির ভাতিজা মাসুম মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় উজিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কে এম ইসমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজিরপুর মডেল থানার এসআই ওসমান জানান, দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন মাগরিবের নামাজ আদায় করছিলেন বলে ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেননি কেউ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ‘ঘাতক বাসটির পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host