বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, শনাক্ত ৭২ রোগী

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৪, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সুরমা বেগম (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া এ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃত সুরমা বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ ডিসেম্বর সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ হাজার ৪৫০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪১ জন। বিভাগে এখন পর্যন্ত ১৯৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫৭ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৩ জন, পটুয়াখালীতে আটজন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় পাঁচজন, বরগুনায় ২০ জন ও ঝালকাঠিতে দুজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩১৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host