নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই : পিরোজপুরে ইসি

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৬, ২০২৩ | ৯:০১ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ::: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাববি খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে জালভোট প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ ভোটগ্রহণ কর্মকর্তাকে (প্রিজাইডিং অফিসার) চাকরিচ্যুত করা হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৫টি আসনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এই নির্বাচন কমিশনার।

আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই। কোনো কেন্দ্রে জালভোট প্রয়োগের প্রমাণ পেলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হবে, কেন্দ্রের প্রিজাডিং অফিসারকে চাকুরিচ্যুত করা হবে। ওই কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কেউ কোনো ক্ষতি করলে অভিযুক্তকে কারাদন্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন সম্পূর্ন প্রভাবমুক্ত হবে। গোপন বুথ ছাড়া সাংবাদিকরা সব জায়গায় যেতে পারবেন।’

ইসি আহসান বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চাই, একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন। একটি দৃষ্টান্ত স্থাপন করে অন্যদের জন্য অনুকরনীয় নির্বাচন করতে চাই।’

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বরশিাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম, ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক টুটুল প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host