আমতলীতে জমি বিরোধীদের জেরে নারীসহ আহত ২

প্রকাশের তারিখ: জানুয়ারি ৫, ২০২৪ | ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ।। বরগুনার আমতলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ জয়নাল খলিফা(৬২) ও তার স্ত্রী রেনু বেগম (৫৫) কে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সকাল ১০ টায় নিজ বসতবাড়ি ভিতরে ঢুকে নৃশংস হামলা চালানো হয়।

আহতরা হলো ওই থানার গুইলশাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গালাচড়া গ্রামের বাসিন্দা সোইজুদ্দিন খলিফার ছেলে ও পুত্রবধূ।

আহতরা বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা রুস্তম আকনের ছেলে আক্কাসের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছিল। আক্কাস তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভুক্তভোগী পরিবারের ৪৪ শতাংশ জমি জোর পূর্ব ভাবে ভোগ দখলের পায়তারা চালায় । এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন আক্কাস তার সন্ত্রাসী দলবল নিয়ে ওই জমি ভোগ দখলের চেষ্টা করে। এ সময় প্রতিবাদ করলে আক্কাস , মহিরুল, সাইফুল, তাহমিনা, লামিয়া সহ অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

এই ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জয়নাল ও রেনু বেগম এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন ।

এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host