উজিরপুরে বেপরোয়া ট্রলির চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

প্রকাশের তারিখ: জানুয়ারি ১১, ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ

মোঃ নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাকরাল গ্রামে ইট বোঝাই ট্রলির চাপায় এক স্কুল ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টার দিকে সাকরাল মডেল বাজার সংলগ্ন কালু হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা যায়, উপজেলার সাকরাল গ্রামের আবেদ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৩৫) ইট ভর্তি ট্রলি বেপরোয়া গতিতে চালিয়ে ডাবেরকুল বাজারের দিকে যাচ্ছিল। এসময় ওই গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে চতলবাড়ি আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার (১৩) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রলি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়। সাকরাল মডেল বাজারের সামনে ইট বোঝাই ট্রলিটি নুসরাত আক্তারকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। তবে তাৎক্ষণিক চালক পালিয়ে যায়। স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রলিতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, এসআই খায়রুল আলমসহ পুলিশের টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host