বরিশালে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ: জানুয়ারি ১২, ২০২৪ | ৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মোটরসাইকেল আরোহী মেহেদী হাওলাদার এবং পার্শ্ববর্তী কোটালিপাড়ার বান্ধাবাড়ী এলাকার বাসিন্দা ভ্যানচালক আবু বক্কর সিদ্দীক বাবু খান (২৫)।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভ্যান নিয়ে আগৈলঝাড়া থেকে কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন বাবু খান। পথে আগৈলঝাড়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মেহেদী হাওলাদারের মৃত্যু হয়। এসময় সাকিব খান নামের এক সাইকেলচালক ও ভ্যানচালক বাবু খান গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক বাবু খানের মৃত্যু হয়।

এসআই নুরে আলম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host