বাকেরগঞ্জে রাস্তার ওপর যুবলীগকর্মীর দোকান ভেঙে দিল প্রশাসন

প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২০ | ৫:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতি‌বেদক :: পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জ অংশের বোয়া‌লিয়া বাজারে রাস্তার ওপর নি‌র্মিত দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মো. ত‌রিকুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে গিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।

অবৈধ দখলদাররা হলেন-বোয়া‌লিয়া এলাকার আলম গাজীর ছেলে লিটন গাজী ও রিপন গাজী। স্থানীয়রা বলছেন, রিপন গাজী উপজেলা যুবলীগকর্মী। সরকারদলীয় কর্মসূচিতে রিপন গাজী অগ্রভাগে থাকেন। লিটন ও রিপনের আরেক ভাই নুরুজ্জামান গাজী ওরফে স্বপন উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক।

প্রত্যক্ষদশীরা বলেছেন, বোয়া‌লিয়া বাজারে আয়রন ব্রি‌জলা‌গোয়া গার্ডার ব্রিজ নির্মিত হ‌য়ে‌ছে। ফ‌লে আয়রন ব্রিজ‌টি অপসারণ০ করা হ‌য়ে‌ছে। অপসা‌রিত ব্রিজ‌টির সাম‌নের রাস্তার ওপ‌রে সরকা‌রি জ‌মি‌তে দুই ভাই টিন‌শেড দোকানঘর নির্মাণ কাজ শুরু ক‌রেন। নির্মাণ কা‌জের শেষ পর্যা‌য়ে এসে মঙ্গলবার ভূ‌মি অফিস অবৈধ দখলদার‌দের উচ্ছেদ ক‌রে।

বা‌কেরগঞ্জ উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. ত‌রিকুল ইসলাম ব‌লেন, সরকা‌রের প্রায় ৫০০ বর্গফুট জ‌মি দখল ক‌রে দোকানঘর নির্মা‌ণের কাজ চল‌ছিল। ভূমি অফিস থে‌কে দোকান নির্মাণ ব‌ন্ধের জন্য বলা হয়েছে। তারপ‌রেও দখলদাররা নির্মাণ কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছিল। মঙ্গলবার ঘটনাস্থ‌লে গি‌য়ে দোকান উচ্ছেদ ক‌রে সরকা‌রি জ‌মি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host