১১ মার্চ প্রথম রোজা ! কয়েকটি দেশে ১৮ ঘন্টা, বাংলাদেশে ১৪ ঘন্টা

প্রকাশের তারিখ: জানুয়ারি ২১, ২০২৪ | ১১:০৫ পূর্বাহ্ণ

বরিশাল বাণী: এ বছর পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ১১ মার্চ। জ্যোতির্বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন। এখন শুধু চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসলিমরা। এর পর ইফতারের মাধ্যমে রোজা সম্পন্ন করেন। এভাবেই চলতে হয় গোটা রমজান মাস। অন্যবারের মতো এবারও রোজার সময়টি (ঘণ্টা) ভিন্ন ভিন্ন হবে। ধারণা করা হচ্ছে, এ বছর ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৮ ঘণ্টা হবে একেকটি রোজা। খবর আল আরাবিয়ার। এবার যেসব দেশের মুসলিমরা ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন— গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন।
অপরদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোজা কম সময়ের হবে। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন। সেসব দেশগুলো হলো— নিউজিল্যান্ড, চিলি, ইন্দোনেশিয়া, কেনিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চল। মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। স্থানভেদে এটি ভিন্ন ভিন্ন হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host