বরিশালে মুক্তিযোদ্ধার নাতিকে মারধর ও হাত ভেঙে দেয়ার অভিযোগ

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৪, ২০২৪ | ৪:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বিমানবন্দর থানাধীন ৩০ নং ওয়ার্ড চঠা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার নাতি মোঃ বায়েজিদ মোল্লা (২৫) কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম ও হাত ভেঙে দিল প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বায়জিদ মোল্লা ওই গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন হাওলাদারের নাতি।
বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায় , আহত বায়েজিত মোল্লার পিতা আব্দুর রাজ্জাক মোল্লা একই এলাকার বাসিন্দা কাঞ্চন হাওলাদারের ছেলে সনেট হাওলাদারের ওষুধের দোকানের ডেকোরেশন এর কাজ করে। ঘটনার দিন সকালে একটু দেরিতে সেই কাজ করতে গেলে এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করে।
এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনার সময় কাজের হিসাব এর টাকা চাইতে গেলে পুনরায় তার মা বোন নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সনেট হাওলাদার । এ সময় বাইজিদ মোল্লা প্রতিবাদ করলে সনেট হাওলাদারের নেতৃত্বে তার ভাতিজা সোহান হাওলাদার সহ অজ্ঞাত চার-পাঁচজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও তার বাম হাত পিটিয়ে ভেঙে দেয়।
এ সময় মুক্তিযোদ্ধার পরিবার কে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।
মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার ।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host