উজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত ৭ ।।

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৮, ২০২৪ | ১২:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের উজিরপুরে মাদক বিক্রিতে প্রতিবাদ করায় নারী ও শিশুসহ একই পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুর ২ টায় নিজ বাড়িতে ঢুকে তাদেরকে মারধর করে । এ সময় ঘর দুয়ার ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা।

আহতরা হলো ওই থানার ৫ নং ওয়ার্ড কাংশি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বেপারী, রাজিব বেপারী, সজীব বেপারী, হাসিনা বেগম, আফিফ, মিম ও পিংকি।

বর্তমানে আহতরা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত সূত্রে জানা যায় , একই এলাকার বাসিন্দা আসাদুল গংরা এলাকায় বসে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য সামগ্রী বিক্রি করে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর পরিবার নিষেধ করলে তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়া আসছিল ঐ সন্ত্রাসীরা। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসাদুল, আসলাম ,সালমা ,সালাম ,পপি ,নয়ন, দিলু, জহিরুল ,সাঈদ সহ অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।

একই পরিবারের সাত সদস্যকে নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে জড়িত বখাটে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার ।

এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host