অমানুষের অন্যতম লক্ষণ ‘SADISM’

প্রকাশের তারিখ: জানুয়ারি ৩০, ২০২৪ | ২:১০ অপরাহ্ণ

অন্যকে কষ্ট দিয়ে কিংবা অপরের দুঃখ–কষ্ট দেখে আত্ম-প্রসাদ লাভকে বলা হয় SADISM । অন্যের ভালো সহ্য করতে না পারা , অপরকে মানসিকভাবে নির্যাতন করে বিকৃত আনন্দ লাভ করাই SADISM.
ছোটবেলায় দুষ্টমির ছলে আমরা অনেকেই এটি প্রাক্টিস করেছি। যেমন- সহপাঠী বন্ধুদের জামার ভিতরে পেছন থেকে পিপড়ে ঢুকিয়ে তামাশা দেখা, বসা থেকে দাড়ালে পেছন থেকে চেয়ার সড়িয়ে ফেলে তার পড়ে যাওয়ার অপেক্ষায় থাকাতে অনেক আনন্দ পেতাম।
তবে প্রাপ্তবয়স্ক কোন বিবেকবান মানুষের মধ্যে যদি এই চরিত্র দৃশ্যমান হয় তবে তাকে পূর্ণ অমানুষ বলা যেতে পারে। কেননা কোন সুস্থ বিবেকবান মানুষ SADISM চিন্তাধারা লালন করতে পারেনা।

লেখক: ডা. মো. ইসতিয়াক হোসেন
সভাপতি,
বাংলাদেশ মেডিক্যাল এসাসিয়েশন (বিএমএ) বরিশাল।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host