ছারছীনা দরবার শরীফে মাহফিল চলছে, কাল আখেরী মুনাজাত

প্রকাশের তারিখ: জানুয়ারি ৩১, ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয় কুত্বুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহঃ)-এর ৭২ তম ও মুজাদ্দিদে যামান, কুত্বুল আলম পীর শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)-এর ৩৪ তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে। আজ ২য় দিন, আগামীকাল শেষদিন বাদ এশা মীলাদ ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরীব জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়। প্রথম দিন বাদ মাগরীব থেকে শুরু করে ফজর পর্যন্ত খতমে শবিনা চলমান থকে। আজ দ্বিতীয় দিন বাদ ফজর থেকে মাগরীব পর্যন্ত ছাত্রদের হামদ-না’ত, আলোচনা ও বাদ মাগরীব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন জিকিরের তা’লীম পরিচালনা করেন। তা’লীমের পর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ সহ দরবারের ওলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে ওয়াজ নসীহত করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host