মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

প্রকাশের তারিখ: জানুয়ারি ৩১, ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

আগামী ৫ বছরের জন্য মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম (৬৫)। বুধবার কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে অভিষেক হয় তার। এর মাধ্যমে মালয়েশিয়ার ১৭তম রাজা হলেন তিনি।মালয়েশিয়ায় ১৩টি প্রদেশের ৯টি’র প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজ পরিবার রয়েছে। এই পরিবারের প্রধানরাই পর্যায়ক্রমে রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। সুলতান ইব্রাহিম দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের রাজ পরিবারের কর্তা। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই প্রথা চালু রয়েছে দেশটিতে। দেশটিতে রাজতন্ত্রের ভূমিকা অনেকটা আনুষ্ঠানিক। কিন্তু গত কয়েক বছরে দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে রাজতন্ত্রের প্রভাব বেড়েছে।
উল্লেখ্য, স্পষ্টভাষী বক্তা হিসেবে সুলতান ইব্রাহিমের খ্যাতি রয়েছে। তিনি আল-সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। সুলতান ইব্রাহিমের আবাসন থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যাপক ব্যবসা আছে। সূত্র : রয়টার্স।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host