২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর কলাপাড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খাল ভরাট বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময় সুধীজনদের সন্মানে  চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইফতার মাহফিল  হার্ডলাইনে পুলিশঃ এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবেনা

গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস ,গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরা কে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে ।ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামে । আহত গৃহবধূ উম্মে ফানি বেগম ৪৫ হচ্ছেন হাওলাদার বাড়ির ফারুক হাওলাদারের স্ত্রী। এ বিষয়ে আহত গৃহবধূ উন্মে সানি বেগম প্রতিবেদক কে বলেন ,গত বুধবার দুপুর আনুমানিক তিনটার দিকে পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে চড়াও হয়ে আমেনা বেগম ,আয়েশা বেগম, খালেদা বেগম ও সোহাগ একত্রিত হয়ে আমাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ওই রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তুষার প্রতিবেদক কে বলেন ,উম্মে সানি বেগম আমার চিকিৎসা দিনে তৃতীয় তলার ৫ নম্বর বেডে ভর্তি আছে তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে তার মাথায় চোট লেগেছে রোগীর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আমেনা বেগম ও সোহাগের কাছে জানতে চাইলে তারা বলেন ,আমরাও আহত হয়েছি আমাদের কেও প্রতিপক্ষরা আহত করেছে।এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাইনুল শিকদার বলেন ,ইউনিয়ন পরিষদে দুই পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন ,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উম্মে সানি বেগম গলাচিপা থানায় শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

সর্বশেষ