২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক দক্ষিণাঞ্চল ও বরিশাল বাণী পত্রিকার নিয়মিত লেখক এবং বরিশালের বিখ্যাত কবি ও ছড়াকার বিজন বেপারীকে বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।  ২৭ মার্চ তারিখে বরিশাল বেতারের অফিস কক্ষে তিনি এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এখন থেকে তিনি বরিশাল বেতারসহ বাংলাদেশের যে কোনো বেতার কেন্দ্রে গানের কথা পাঠাতে পারবেন। এবং শিল্পীদের সুরের মূর্ছনায় তা জীবন্ত হয়ে উঠবে। গীতিকার বিজন বেপারীর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামে। গীতিকার বিজন বেপারী বলেন, “আমার লেখালেখি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই গীতিকার হিসেবে নিজের নাম বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হ‌ওয়া। আগামী দিনগুলোতে দেশের জন্য কিছু করার এই সুবর্ণ সুযোগ আমি মাথায় তুলে রাখতে চাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রকে। আমাকে এই মহান দায়িত্ব কাঁধে তুলে দেওয়ার জন্য”। কবি ও গীতিকার বিজন বেপারী পেশাগত জীবন ঝালকাঠি জেলার একজন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং কবি হিসেবেও দেশ-বিদেশে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে । তাঁকে অভিনন্দন জানিয়েছেন দেশ বিদেশের হাজারো কবি, সাহিত্যিক ও ভক্ত শ্রোতা।

সর্বশেষ