৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী দুমকিতে কৃষকদের মধ্যে মুগডাল ভাংগা মেশিনের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ ওবায়দুর রহমান অভি ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে ভিশন ২০৪১ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অন... তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, স্থানীয়দের ক্ষোভ নাজিরপুরে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থী কর্মীর মৃত্যু মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু র‌্যাবের অভিযানে বরিশাল শেবাচিম থেকে দালাল চক্রের ২৫ সদস্য আটক বরিশাল মহানগর আ.লীগের কোষাধাক্ষের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা বামনায় ডৌয়াতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী অসুস্থ

অসহায় হতদরিদ্র পরিবারের বন্দোবস্তকৃত জমি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি জালিয়াত চক্রের মূল হোতা ভূমিদস্যু নজরুল ইসলাম কর্তৃক শতাধিক পরিবারের বন্দোবস্তকৃত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে অসহায় হতদরিদ্র পরিবারের জমি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস আমগাছিয়া লঞ্চঘাট সংলগ্ন মাইয়ার চর এলাকায় বন্দোবস্তকৃত জমির প্রতারিত হতদরিদ্র পরিবার বর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের ভুক্তভোগী আনোয়ার হোসেন মৃধা, মন্নান মাতবর, শামসুল হাওলাদার, ওয়াজেদ আকন, শাহিনুর বেগম ও রুমা বেগম।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে ভূমিদস্যু নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অবিলম্বে অসহায় হতদরিদ্র পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা প্রশাসনের কাছে। উল্লেখ্য, গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের ভূমিহীন হতদরিদ্র শতাধিক পরিবার মাইয়ার চরে ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে সরকারি খাস জমি বন্দোবস্ত নেয় এবং ভোগদখল করে। সম্প্রতি স্থানীয় ভূমিদস্যু নজরুল ইসলাম বন্দোবস্তকৃত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ভুক্তভোগী পরিবারগুলোকে সেখান থেকে উৎখাত করার জন্য জোরপূর্বক মাছের ঘের করার অপচেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ