২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রার্থী বাছাই চুড়ান্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। উপজেলা আওয়ামীলীগ ৬টি ইউনিয়নে ৩৮জন চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীরা ফরম নিয়েছেন। প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চুড়ান্ত করে জেলায় পাঠিয়েছে।
আমতলী উপজেলায় ১১ এপ্রিল ৬টি ইউনিয়নে নির্বাচন। গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, চাওড়া, হলদিয়া ও আড়পাংগাশিয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যানদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা আওয়ামীলীগ। গত ৬ মার্চ গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, চাওড়া, ৭ মার্চ আড়পাংগাশিয়া ও ৯ মার্চ হলদিয়া ইউনিয়নের তৃনমূল নেতা-কর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছেন উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. এম. এ. কাদের, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, জেলা আ’লীগ সহ সভাপতি অধ্যপক আলহাজ্ব শাহজাহান কবির, সদস্য গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, নাজমুল আহসান নান্নু, মোঃ মোতাহার উদ্দিন মৃধা, পৌর শাখা সভাপতি মোঃ মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামন বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির, অর্থ বিষয়ক সম্পাদক বাবু রনজীৎ কুমার শীল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী কামাল, সদস্য জুয়েল মৃধা, সদস্য বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান লিটন প্রমুখ।
উৎসব মুখর পরিবেশে প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন বর্ধিত সভায়। গণতান্ত্রিক ধারায় প্রতিটি প্রার্থীর বক্তব্য শুনেন কাউন্সিলরা। গুলিশাখালী ইউনিয়নে প্রত্যক্ষ ভোট, চাওড়া ইউনিয়নে কন্ঠ ভোট ও অন্য ইউনিয়নের সকল প্রার্থীদের বক্তব্য শুনে নাম জেলায় পাঠানো হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. এম.এ কাদের বলেন, তৃনমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছি। ওই তালিকাই জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, ৬টি ইউনিয়নের তৃনমূল নেতা-কর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছি। আমতলী আসনটি জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃনমূলের সমর্থন নিয়ে তালিকা তৈরী করেছি। কেন্দ্র যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনায়ন দিবেন। যারা প্রকৃত আওয়ামীলীগ যাকে মনোনয়ন দিবে তার সাথেই কাজ করবেন ও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বলে আমার বিশ্বাস।
হারুন অর রশিদ
আমতলী, বরগুনা।
০১৭১৭২৭১১৫৯

সর্বশেষ