১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার কাঁঠালিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ঝালকাঠি মিথ্যা অভিযোগে হয়রানি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শোকজ তালতলীতে চেয়ারম্যান পদে লড়বেন স্বামী-স্ত্রী পাথরঘাটায় ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা চেয়ারম্যান প্রার্থী দুমকিতে মাহফিলের কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি জাতীয় শিক্ষক ফোরামের নেছারাবাদে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১ বরিশালের ৩ উপজেলায় ৩০ প্রার্থীর মনোনয়নপত্র জমা মুলাদীতে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী হতে মেয়রের পদ ছাড়লেন হারিছুর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে গৌরনদী পৌরসভার মেয়রের পদ ছাড়লেন মো. হারিছুর রহমান। গত বৃহস্পতিবার ঢাকায় স্থানীয় সরকার বিভাগে পদত্যাগপত্র জমা দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ পদত্যাগপত্র গ্রহণ করে গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আতিকুর রহমানকে ১ নম্বর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি দেন। আজ শনিবার সকালে মো. আতিকুর রহমানের কাছে সেই চিঠি হস্তান্তর করা হয়েছে।

পদত্যাগ করা মো. হারিছুর রহমান গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আগামী ২৯ মে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে। ২ মে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে বৃহস্পতিবার তিনি পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।

পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হারিছুর রহমান ২০১০ সালে প্রথম, ২০১৫ সালে দ্বিতীয় ও ২০২০ সালে তৃতীয়বারের মতো গৌরনদীর মেয়র নির্বাচিত হন। গত ৩১ মার্চ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার বাসভবনে এক কর্মিসভায় গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে মো. হারিছুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, মো. হারিছুর রহমান ২০০৮ সালের সেপ্টেম্বরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৯ সালে গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পান। অল্প সময়ের মধ্যে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর আস্থাভাজন হয়ে ওঠেন। ২০১০ সালে আবুল হাসানাতের সমর্থনে প্রথম মেয়র পদে মনোনয়ন পান এবং মেয়র নির্বাচিত হন। ২০১০ সালের ডিসেম্বর মাসে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে হাসনাতের আশীর্বাদপুষ্ট হয়ে ২০১৫ সালে দ্বিতীয় ও ২০২০ সালে তৃতীয়বারে মতো পৌরসভার মেয়র নির্বাচিত হন হারিছুর।

সর্বশেষ