৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আহত ৬৩ শ্রমিক পেলেন ৫০ হাজার টাকা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নি-দুর্ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তা হিসেবে ৬৩ জনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ অর্থ দেওয়া হয়েছে।

সোমবার (০৬ জুন) শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এসব শ্রমিকের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। মঙ্গলবার (৭ জুন) সকালে আরো প্রায় ৫০ জন শ্রমিককে এ সহায়তার চেক দেওয়া হবে। এ দুর্ঘটনায় আহত প্রত্যেক শ্রমিক এ সহায়তা পাবেন।

এর আগে, রোববার (৫ জুন) শ্রম প্রতিমন্ত্রী স্মরণকালের এ ভয়াবহ দুর্ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন। আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।

শ্রমিকদের চিকিৎসা সহায়তার চেক প্রদানকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জমান, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আহমদ আলী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সফর আলী, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক এসএম এনামুল হক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্রগামের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত উপস্থিত ছিলেন।

সর্বশেষ