২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে ধান খাওয়ায় বাবুই পাখির ছানা হত্যা, তিনজনের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানীতে বাসা ভেঙে বাবুই পাখির ছানা নিধনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১২ এপ্রিল) উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার (১০ এপ্রিল) বিকেলেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকার কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রিকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের একটি জমিতে বোরো ধান চাষ করেছেন হেমায়েত হোসেন মোল্লাসহ কয়েকজন কৃষক। গত কয়েক দিন ধরে সেই জমির বোরো ধান খাচ্ছে বিভিন্ন ধরনের পাখি। ওই জমির পাশেই দুটি তাল গাছে রয়েছে বাবুই পাখির প্রায় দেড় শতাধিক বাসা। পাখি ধান খাওয়ায় ক্ষিপ্ত হন ক্ষেতের মালিক হেমায়েত হোসেন মোল্লা। তারই নির্দেশে গত ২-৩ দিন ধরে ওই গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে এর ভেতর থাকা ছানাগুলো হত্যা করেন তার ছোট ভাই লুৎফর রহমান।

শনিবার সন্ধ্যার আগে লুৎফর রহমানের নেতৃত্বে তিনজন মিলে বড় একটি বাঁশ দিয়ে ওই তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে মাটিতে ফেলে দেন। এ সময় ওই সব বাসায় থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা। এ ছাড়া কিছু ছানা মেরে পাশের খালে ফেলে দেন।’

আজ সোমবার (১২ এপ্রিল) উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা।

সর্বশেষ