২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় স্বামীকে ‘হত্যা’ করলো দ্বিতীয় স্ত্রী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ইন্দুরকানীতে দ্বিতীয় স্ত্রীর নির্যাতনে মো. নূর ইসলাম সরদার (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের প্রথম স্ত্রীর মেয়ে কপালী আক্তার অভিযোগ করে বলেন, ‘এক মাস আগে বাবাকে নিয়ে বরিশালে শ্বশুরবাড়ি বেড়াতে যাই। পরে আমার শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে বাবা নিজ বাড়িতে ফিরে আসেন। সৎমা আনোয়ারা বেগম প্রায়ই বাবাকে শারীরিক নির্যাতন করতেন। বাবা নির্যাতন সহ্য করতে না পেরে আনেয়ায়া বেগমর বিরুদ্ধে পাড়েরহাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়েছিলেন। বুধবার রাতে আনোয়ারা বেগম বাবাকে শ্বাসরোধে হত্যা করেছেন।’

পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাওলানা মো. আবুল কালাম বলেন, ‘প্রথম স্ত্রীর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় নূর ইসলামের ওপর ক্ষিপ্ত হন তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম। পরে মেয়ের শ্বশুরবাড়ি বেড়ানো শেষে বাড়ি ফিরে আসলে আনোয়ারা বেগম স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। তিনিই নূর ইসলামকে হত্যা করেছেন তার স্বজনরা জানিয়েছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী রাস্তার ওপর পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। ওই সময় আমি বাড়িতে ছিলাম না।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ