১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহি অফিসার প্রণতি বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রের বিরুদ্ধে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ইউএনও প্রণতি বিশ্বাস উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৮ আগস্ট) বিকালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে একটি প্রতারক চক্র আমার দাপ্তরিক মুঠোফোন নম্বর (০১৩১৮-২৫৬৩৩৯) ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় পরিচিত অনেকের কাছে ইউএনও পরিচয়ে নানা সমস্যার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। একই সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যাটাটাস দিয়ে আমার মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি সবাইকে অবহিত করে সতর্ক করে দিয়েছি।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। চক্রটিকে শনাক্ত করতে পারলেই গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

সর্বশেষ