৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় একজনকে কারাদন্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় আবুল কাসেম হাওলাদার নামক একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে এ আদেশ প্রদান করেন।

সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে মোঃ আবুল কাসেম হাওলাদার(৬০) গংরা সরকারি ‘‘ক’’ তফসিল ভ‚ক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগ দখল করেছেন। সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয় থেকে বার বার ডিসিআর কাটার জন্য তাগিদ দেওয়া স্বত্তে¡ও না কেটে বুধবার দুপুর ১২টায় সহকারী কমিশনারের অফিস কক্ষে ঢুকে লীজ না দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। এই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করেন।

উজিরপুর মডেল থানার এ.এস.আই হাসান তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যান।

সর্বশেষ