১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

এমপি’র বিরোধীতায় ভাষানচরবাসী বিশেষ বরাদ্ধ হতে বঞ্চিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:

বরিশাল ৪ আসনের সাংসদ সদস্য মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট এম পি পংকজ নাথের বিরোধীতার কারনে ভাষানচরবাসী সকল ধরনের বিশেষ বরাদ্ধ হতে বঞ্চিত। ১৭ জুলাই বিকাল ৫ ঘটিকায় ভাষানচর লঞ্চঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু। উপস্থিত ছিলেন পরিষদের সাংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ তাছলিমা, নাসরিন, ছালমা, সাবেক সাদেকা, লাইজু, দেলোয়র হোসেন পান্না, নবাগত মেম্বার শামিম হোসেন (শাহ সুফি), হারেজ বেপারী ও দুলাল সহ প্রায় ২শতাধিক লোকজন উপস্থিত হয়। সমাবেশে চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু তার বক্তবে বলেন ভাষানচরবাসী গত ৫ বছর যাবৎ সকল ধরনের উন্নয়ন হতে বঞ্চিত। বাংলাদেশ ব্যাপী প্রধানমন্ব্রী জননেএী শেখ হাসিনার দেওয়া ঈদ-উল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্ব সকল স্থানে বিতরন হলেও শুধু ভাষানচরবাসীদের মধ্যে ভিতরন করা হয়নী। ৪১৫২ জনের নামে বরাদ্ধের টাকা আসছে জনপ্রতি ৪৫০ টাকা সেই টাকা কোথায়। চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে আরো বলেন ৫ বছরে শীতার্থদের মাঝে কম্বল ভিতরন করা ও হয়নী। কাবিখা ৪০ দিনের কর্মসূচী হতে ও বঞ্চিত। কোরবানী ঈদ উপলক্ষে ভাষানচরবাসীর জন্য ৪৬০০ সেবা কার্ডে চাল জন প্রতি ১০ কেজি বঞ্চিত হলো। রিসিভ দিয়ে চাল দেওয়া হবে এতে অনেকেই চাল হতে বঞ্চিত হবেন। নিজ অর্থায়নে ভাষানচরবসীর জন্য ৯ টি রাস্তা বাস্তবায় করবেন আগামী ৫ বছরের মধ্যে বলে সমাবেশে প্রতিশ্রুতি দেয়। এছাড়া নবাগত ৪ মেম্বার কে কড়া হুশিয়ার করে দিয়েছেন। ভাষানচরবাসী উন্নয়নে বঞ্চিত হবে না প্রয়োজনে বরিশাল ডিসি মহোদয় নিকট যাবে চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু ভাষানচর বাসীদের নিয়ে।

সর্বশেষ