১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় খাস জমিতে পাকা স্থাপনা তৈরি ॥ অনুমতি নেই ভূমি অফিসের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান.কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পূর্বধুলাসার (বটতলা) গ্রামে খাস জমিতে পাকা স্থাপনা গড়েতুলছে জনৈক মোঃ তোফাজ্জেল হোসেন। স্থানীয় ইউপি সদস্য বাহাদুরের কাছ থেকে ঐ জমি ক্রয় করছেন বলে অভিযোগে জানাযায়। উপজেলার ধুলাসার মৌজার সাবেক এস এ খতিয়ান ৩৬৫ দাগনং ১৯৭৪ অপর অপর দাগের অংশ। ইউপি সদস্য বাহাদুর ১২ সতাংশ জমি তোফাজ্জেল হোসেন এর কাছে চড়া দামে বিক্রি করে। ঐ জমির অংশে খাস খতিয়ানের জমিতে তোফাজ্জেল ভূমি অফিসের বিনা অনুমতিতে পাকা স্থাপনা গড়ে তোলেন। এব্যাপারে তোফাজ্জেল হোসেন জানান, এই জমি স্থানীয় বাহাদুর মেম্বর এর কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকায় ক্রয় করি খাস জমি সম্পর্কে আমার ধারনা নেই। ইউপি সদস্য বাহাদুর জানান, ঐ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি আমি খাস জমি বিক্রি করি নাই। মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঃ আজিজ জানান,বিষয়টি আমার জানা নেই তবে খোজ নিয়ে ব্যাবস্থা নেব।এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি আপনার কাছথেকে শুনলাম, ঘটনা স্থলে লোক পাঠাচ্ছি, প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।

সর্বশেষ