১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাটে গ্রামীণ জনপদে রাস্তার বেহাল দশা ! ঘটছে দূর্ঘটনা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:
বরিশাল জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরউদয়পুর গ্রামের গ্রামীণ জনপদের রাস্তার বেহাল দশার কারনে ঘটছে দূর্ঘটনা। উন্নয়ন করছে না স্থাণীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা। চরউদয়পুর বাসিন্দারা অভিযোগ তুলে ৯ নং ওয়ার্ডে কোন প্রকারে উন্নয়ন হয়নী। গ্রামবাসীদের চলাচলে র্দূভোগ কাঁচা রাস্তা অপর দিকে রাস্তার অনেক স্থানে মাটি নেই তবুও নিশ্চুপ ইউনিয়ন পরিষদের কর্তাবাবুরা। চরউদয়পুর গ্রাম বাসীদের গুরুর্ত্বপূর্ন এই রাস্তাটি কাজীরহাট বাজারে আসার একমাএ রাস্তা। কলেজ, স্কুল, মাদারাসা, হাট বাজার সহ বিভিন্ন স্থানে যেতে হলে চরউদয়পুর বাসী এই রাস্তা ছাড়া কোন মাধ্যম নেই। গত কয়েকদিন আগে রাস্তা এমস বেহাল দশার কারনে সাধারনত গ্রামে যে সমস্ত ভ্যান, অটো বাইক, মটর বাইক ও চলাচলে কষ্ট হচ্ছে। রাস্তার বেহাল দশার কারনে চালকেরা সঠিক ভাবে নিয়ন্ত্রন করতে পারে না উল্টে পড়ে রাস্তার পাশে অটো গাড়ী। অভিযোগে আরো জানায়, কাচাঁ রাস্তা উন্নয়নে বঞ্চিত হলেও প্রায় জায়গায় দেখা গেছে রাস্তা সংলগ্ন গোয়াল ঘর । এ সমস্ত ঘোয়াল ঘরের জন্য রাস্তার ঘটছে র্দূঘটনা ও বলে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের প্রায় ৫ বছর বর্তমানে আগামী নির্বাচনের কথা ভাবছে অনেক প্রার্থীরা। গ্রামীণ জনপদের উন্নয়নের কথা কেউ ভবছেনা আগামী নির্বাচনের পূর্ব মুর্হুতে হিসাব নিকাশ কষে নিবেন উন্নয়নের ব্যপারেও বলে গ্রামবাসীদের অভিমতে।

সর্বশেষ