২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাটে বসত ঘর নিয়ে মা-ছেলে বিরোধ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাজীরহাট প্রতিনিধ:
কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়েনর পূবর্ রতনুর গ্রামে মৃত মাজেদ হাওলাদারের স্ত্রী রিনা বেগম ও ছেলে ইউসুফ হালাদারের মাঝে বসত ঘর নিয়ে র্দীঘদিন যাবৎ বিরোধ চলছে বলে অভিযোগ ্উঠেছে। স্থাণীয় সূএে জানাগেছে মাজেদ হাং ৩ টি বিবাহ করেন। ১ম স্ত্রী পেয়রা বেগম ১ ছেলে ১ মেয়ে। ২য় স্ত্রী আশরাফুননেছা ৪ সন্তান । ৩য় স্ত্র্র্রী রিনা বেগম ১ ছেলে ৪ মেয়ে রেখে মাজেদা মারা যায়। স্বামীর ওয়ারিশ জমি বিক্রি করে দেয় স্ত্র্রী রিনা বেগম। আশরাফুননেছার গর্ভে ইউসুফ হাং সৎ মা রিনা বেগমের সাথে বসত ঘর নিয়ে দন্ড। ইউসুফ হাং অভিযোগ বসত ঘর টি নিজের এই ঘরে সৎ মা জোর পূর্বক দখল করে থকাতে চায়। অপর দিকে রিনা বেগম জানায়, আমার সন্তান নিয়ে কোথায় থাকবো সৎ ছেলের অত্যাচারে ভিটেছাড়ার পথে। রিনা বেগম অভিযোগ তুলে বলে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে ইউসুফ হাং ঘটনায় এলাকাবাসী মুখ খুলবে সত্যতা যাচাই করলে এবং ইউসুফ হাং জানায়, আমার ববার মৃত্যুর পোষ্ট মার্ডেম রির্পোট আমার কাছে আছে তবে একটি ২৬ মামলা হয়েছে। সৎ মা মামলা করেছে আমাকে আাসমী করে।

 

 

সর্বশেষ