৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাট পল্লী এলাকায় পাট নিয়ে ব্যস্থ নারী শ্রমিক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবিরঃ
বাংলাদেশের অর্থ কারী ফসল সোনালী আঁশ। এই আশ সংগ্রহ করা হচ্ছে পাট গাছ থেকে। আঁশ সংগ্রহর কাজে নেমে পড়েছে কাজীরহাট থানাধীন পল্লী এলাকার খেটে খাওয়া নারী শ্রমীকের দল। এমন দৃশ্য চোখে পড়ে বিদ্যানন্দপুর ইউনিয়নের মাধবরায় গ্রামের রাস্তার উপর। নারী শ্রমীক রাশিদা বেগম, আলেয়া বেগম, ফুলমতির সাথে কথা হলে জানাগেছে, পাট চাষী মালিকেরা ডোবা থেকে পাট গাছ উঠিয়ে দিবে শ্রমীকেরা দলবেদে গাছ থেকে আঁশ সংগ্রহ করবে। মুজুরী সর্ম্পকে জানতে চাইলে বলেন আশ মালিক নিবে পাট খড়ি অর্ধেক ভাগ হবে। পাট চাষী সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানায়, এ বৎসর পাট চাষে ভালো ফলন হয়েছে বাজার জাত করন সঠিক সময় মতো করতে পারলে লাভমান হওয়ার আশঙ্খা হতে পারে। অপর পাট চাষী সিদ্দিকুর রহমান জানায়, সরকার যদি চাষীদের হিসাব নিকাস করে সঠিক মূল্যে পাট ক্রয় করে তা হলে চাষীরা লাভমান হবে। গত বছরের তুলনায় এ বছর পাট আমার অনেক ভালো হয়েছে আশা করি এ বৎসর লোকসান গুনতে হবেনা। পুরুষ শ্রমীক দিয়ে কাজ করলে আমাদের লোকসান গুনতে হবে এমনটাই জানিয়েছেন। নারী শ্রমীকেরা ছোট আয়ের সংসারের মানুষ তারা দল বেদে কাজ করতে ইচ্ছে করে আগ্রহবোধ করে সবার কাজ করে বিনিময় আমরা পাট খড়ি অর্ধেক দিয়ে থািক তাতেও পাট থড়ি বিক্রি করে দৈনিক ৩”শত থেকে সাড়ে তিন শত টাকা আয় করছে নারী শ্রমীক জনপ্রতি।

সর্বশেষ