১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কৃষকদের সাথে প্রতারণা, ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

কৃষকদের সাথে প্রতারণার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদ উত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ করে নষ্ট করা হয়েছে। এ সময় দু’টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা ও করা হয়।

রবিবার (১৩ই সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর ও রামনগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রামনগর নতুনপাড়ার মেসার্স রাব্বি ট্রেডার্সে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সার-কীটনাশক ও অন্যান্য পণ্য জব্দ করে নষ্ট করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৩৮,৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও করা হয়।

অপর অভিযানে মজলিসপুরে মেসার্স আলী স্টোরকে ৩৭,৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ, বিক্রয় রশিদ প্রদান ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেয়া হয়।

অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সর্বশেষ