৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ভোলা উপকূলের চরফ্যাশনে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২০ হাজার মানুষ পানিবন্দী।

ভোলার চরফ্যাশন উপকূলীয় এলাকায় একটানা সকাল থেকে ভারী বর্ষণ চলছে। এই বৃষ্টি আরও দুইদিন বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানা গেছে।

উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা জানান, দেশের উপকূলীয় নিন্মাঞ্চল এলাকায় অন্তত দুই-তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। পূর্ণিমার সঙ্গে বাতাসের তীব্রতায় জলোচ্ছ্বাসে নিম্ন এলাকা প্লাবিত হতে পারে।

সোমবার ভোলা উপকূলজূড়ে দিনভর একটানা ভারী বর্ষন ও ঘুর্নি বাতাস বইছে।সন্ধ্যা নাগাদ বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় মেঘনা ও তেতুলিয়া নদীর সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে। বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর, কুকরী-মুকরী ও মুজিব নগর, সিকদারের চর তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজারের বেশি মানুষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, গভীর নিম্নচাপের ফলে প্রবল বর্ষণ ও পূর্ণিমার প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলে নিম্ন এলাকা প্লাবিত হয়ে স্বাভাবিকের চেয়ে দুই তিন ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে।

স্হানীয়ভাবে সূত্রে জানা গেছে,বৈরি আবহাওয়ায় পূর্ণিমার জোয়ারের প্রভাবে চর কুকরী মুকরী, ঢালচর, চর পাতিলা, চরফারুকি, শিকদারেরচর, চর নিজাম, চর হাসিনা, চর নিজাম, চর মনোহর, চর লিউলিনসহ ১০ টি এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেলফোনে কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নিন্মাঞ্চলে প্লাবিত হয়ে অনেকের ঘরবাড়ি পানির নীচে।এসব এলাকা প্লাবিত হওয়ায় মানুষ উচু ভবনে আশ্রয় নিয়েছে। তারা সবাই নিরাপদে রয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে তাদের সার্বক্ষনিক খোঁজ খবর নেয়া হচ্ছে।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, স্থানীয়ভাবে জানতে পেরেছি অস্বাভাবিক জোয়ারের পানিতে বন্দি হয়ে পড়েছেন উপকূলের বিচ্ছিন্ন চরের হ্জার হাজার মানুষ। তাদের নিরাপদ আশ্রয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

সর্বশেষ