১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারীকে মারধর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহনাজ বেগম (২৫) নামের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী নার্গিস নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তোভোগী নারী।

বৃহস্পতিবার (২১ মার্চ) সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ওই নারী। তিনি উপজেলার জাহানপুর ইউনিয়নের সুর্যখালি এলাকার মিরাজের স্ত্রী।

ভুক্তোভোগী শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে তার শাশুড়ির সঙ্গে অভিযুক্ত নার্গিসের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি চলে। পরে তার সঙ্গেও বাকবিতণ্ডার একপর্যায়ে নার্গিসসহ তার মেয়ে সুখি এবং ছেলে মিনাজ বসতঘরে ঢুকে তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। গত ৬ দিন সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার ভোলা সদর হাসপাতাল রেফার করা হয়। ভুক্তোভুগী শাহনাজ বেগম ৪ মাসের অন্তঃসত্ত্বা।

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নার্গিস বেগম বলেন, ‘আমি অসুস্থ। শাহনাজ আমাকে মারধর করেছে।’

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ