২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে দেড়শ বছর ধরে চলে আসছে লালমদ্দি ফকিরের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রহিম রেজা, ঝালকাঠি
ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা ৪ টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়নে লাল মদ্দি ফকিরের বাড়ির সামনের মাঠে এ আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ। এ ঘোড়ার দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভীড় করেন। বসে গ্ৰামীন মেলাও তবে সবার দৃষ্টি ঘোড়ার দিকে ঘোড়া দৌড় ছাড়াও ৩/৪ ঘৌড়া একসাথে দেখে তাই সবার মাঝে আগ্ৰহ ছিল ব্যাপক নলছিটি উপজেলা বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষের ঢল নামে তাই। নারী পুরুষ বৃদ্ধা সব বয়সের মানুষের মিলন মেলা জমে মাঠের কানায় কানায় দর্শনার্থীদরা জানান, গ্ৰাম থেকে ঐতিহ্যবাহি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা একদম হারিয়ে গেছে বললেই চলে এমন একটা অবস্থার মধ্যে এতো সুন্দর আয়োজন সত্যিই মনোমুগ্ধকর।তাই গ্ৰামীন‌ ঐতিহ্যবাহি এ ঘোড়ার দৌড় দেখতে লোকের ঢল নামে। মূলত হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে এবং সকল শ্রেনীর বয়সের মানুষ বিনোদনের জন্য আয়োজন আরো বলেন লাল মদ্দি ফকিরের মেলা আমরা ছোট সময় থেকে দেখে এসেছি বলেন নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়নয় পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কার করা হয়, প্রতিযোগিতা প্রথম হয়েছেন নলছিটি উপজেলা ভবানীপুরের আনোয়ার হোসেন হাং। দ্বিতীয় হয়েছেন, কসম কাঠী আজিজ শিকদার।

সর্বশেষ