১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং গুরুতর ১৮ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার (০৬ জুলাই) দুপুর ১২টার দিকে খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা আহত ৩০ জনকে উদ্ধার করেছি।

আহত যাত্রী বাচ্চু বলেন, দুটি বাসের গতিই ছিল বেপরোয়া। সরু সড়কে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ