১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে সংস্কারের অভাবে সেতু ভেঙে খালে, দুর্ভোগে হাজারো মানুষ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রামে বেন্টার সুলিজ নামক খালের ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে খালে পড়ে গেছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, এই সেতুটি দিয়ে নিশানবাড়িয়া, সওদাগর পাড়া, বারো ঘর বাজার, চেয়ারম্যান বাজার, কুয়াকাটা, লাউপাড়া, তাঁতি পাড়া, ফকিরহাট, তালতলী, এই ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য প্রায় ৩০ বছর আগে এলজিইডি বিভাগ নির্মাণ করে এই আয়রন সেতু।

জানা যায়, গত ৮ বছরেও সেতুটি সংস্কার করা হয়নি। তখন থেকেই ভাঙা শুরু হয়ে এখন পুরোপুরি ভেঙে খালে পড়ে গেছে। সেতুটির আয়রন পাইলগুলো অনেক আগেই ক্ষয়ে গেছে।

স্থানীয়রা জানান, তালতলী বেন্টার সুলিজ সংলগ্ন কবিরাজপাড়া এলাকার খালের উপরের সেতুটির কোন সংস্কার বা দেখার মত কেউ নেই। বর্তমানে একেবারে ভেঙে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা জানান, এই সেতু দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ এ কারণে বিকল্প পথ প্রায় ২ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ নজর নেই যার কারণে এভাবে অরক্ষিত অবহেলায় সেতুটি। তাদের দাবি দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা হোক।

স্থানীয় ইউপি সদস্য বলেন, এই সেতু দীর্ঘদিন সংস্কার না করার ফলে সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। দ্রুত একটি নতুন সেতু স্থাপনের দাবিও জানান তিনি।

তালতলী এলজিইডি প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এই সেতুটির এস্টিমেট করা হবে। এরপরে টেন্ডার হবে, তখন সেতুটির কাজ শুরু হবে।

সর্বশেষ